চিঠিরা ছিলো এলোমেলো














































































নিজের প্রশংসা করিও না । -27/53/2

— আল কোরআন

চিঠিরা ছিলো এলোমেলো

ও.. চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..
দুপুরে ভূতে পাওয়া ছাতে
পৃথিবী একা হয়ে থাকে,
এসেছি মন কেমন সারাতে
তবুও খুঁজিনি তোমাকে।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি
বিষাদের মিনারে আজান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো ..
কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি,
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি।
হারিয়ে ফেলা নামে ডাকি না আর
চিলেকোঠা ভাঙ্গে বানাই ..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..
চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply