Three things cannot be long hidden: the sun, the moon, and the truth.

— Buddha

চাকরির প্রস্তুতি

  1. সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কত ভাগে ভাগ করা যায়?
    ক.২ খ.৩ গ.৪ ঘ.৫
    ২.বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
    ক.বাঙালি
    খ.আর্য
    গ.নিষাদ
    ঘ.আলপাইন
    3.কোনটি বাংলার প্রাচীন জনপদ নয়?
    ক.মিথিলা
    খ.বরেন্দ্র
    গ.গৌড়
    ঘ.পুণ্ড্র
    4.সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন–
    ক.আবদুর রহমান
    খ.শাহবাজ খান
    গ.টোডরমল
    ঘ.আবদুল মজিদ
    5.আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল
    ক.১৭ বছর
    খ.১৬ বছর
    গ.১৩ বছর
    ঘ.১৪ বছর
    6.পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল?
    ক.চাটিগাঁ
    খ.সমন্দর
    গ.সোদকাওয়ান
    ঘ.পোর্টো গ্রান্ডে
    7.আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন?
    ক.জাফর খান
    খ.নসরত খান
    গ.মালিক কাফুর
    ঘ.উলুঘ খাঁ
  2. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
    ক.শামসউদ্দিন ফিরোজ শাহ্‌
    খ.হাজী ইলিয়াস শাহ্‌
    গ.হোসাইন শাহ্‌
    ঘ.ফখরুদ্দিন মোবারক শাহ্‌
  3. ‘মহাসামন্ত’ কার উপাধি ছিল?
    ক.শশাঙ্ক
    খ.হর্ষবর্ধন
    গ.লক্ষ্মণ সেন
    ঘ.গোপাল
    10.এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
    ক.সিরাজুল ইসলাম
    খ.স্যার পি জে হার্টজ
    গ.স্যার উইলিয়াম জোন্স
    ঘ.লর্ড ক্যানিং
    11.ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
    ক.পাণ্ডুয়া
    খ.তান্ডা
    গ.গৌড়
    ঘ.লখনৌতি
    12.’রক্তপাত ও কঠোর নীতি’ কার শাসনের বৈশিষ্ট্য ছিল?
    ক.আলাউদ্দিন খলজি
    খ.গিয়াসুদ্দীন বলবান
    গ.নাসিরুদ্দিন মাহমুদ
    ঘ.সুলতানা রাজিয়া
    13.বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের –
    ক.১৫ জানুয়ারী
    খ.৭ মার্চ
    গ.১০ অক্টোবর
    ঘ.১৮ অক্টোবর
    14.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
    ক.তাজউদ্দীন আহমেদ
    খ.সৈয়দ নজরুল ইসলাম
    গ.কমরেড মনি সিংহ
    ঘ.মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
    15.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?ক.যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
    খ.রাজশাহী, ঢাকা ও কুমিল্লা সেনানিবাস
    গ.রংপুর, কুমিল্লা ও ঢাকা সেনানিবাস
    ঘ.যশোর, রংপুর ও ঢাকা সেনানিবাস
    16.বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত ?
    ক.সোনা মসজিদ
    খ.সোনারগাঁ
    গ.আগারগাঁও
    ঘ.কুসুম্বা
    17.সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন –
    ক.মেজর এন.আম.নুরুজ্জামান
    খ.মেজর শওকত আলী
    গ.মেজর কাজী নূরুজ্জামান
    ঘ.মেজর এম এ জলিল
    18.মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ২৬ মার্চ ১৯৭১ তারিখে নূন্যতম কত বছর হতে হবে?
    ক.১৫ বছর
    খ.১৩ বছর
    গ.১৩ বছর ৬ মাস
    ঘ.১৪ বছর
    19.বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
    ক.১৭ জানুয়ারী ১৯৭২
    খ.২৬ মার্চ ১৯৭১
    গ.১৬ ডিসেম্বর ১৯৭১
    ঘ.২১ ফেব্রুয়ারী ১৯৭২
    20.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
    ক.যুক্তরাজ্য
    খ.পূর্ব জার্মানী
    গ.স্পেন
    ঘ.গ্রীস
    21.ভারতের মুসলমানদের ইংরেজী শিক্ষা শিক্ষিত করার প্রয়াস পান যিনি?
    ক.হাজী শরিয়তউল্লাহ
    খ.তিতুমীর
    গ.নবাব আব্দুল লতিফ
    ঘ.নবাব সলিমুল্লাহ
  4. ছোট কাটরা কে নির্মাণ করে ?
    ক) ইসলাম খান
    খ) শায়েস্তা খান
    গ) আহমদ জান
    ঘ) মীর জুমলা
    23.ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
    ক.১৯৭২
    খ.১৮৫০
    গ.১৮৭২
    ঘ.১৯০১
    24.কালিদাস কোন যুগের কবি ছিলেন?
    ক.মুঘল
    খ.আর্য
    গ.গুপ্ত
    ঘ.মৌর্য
    25.মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন
    ক.করাচীতে
    খ.দেবগিরিতে
    গ.নগর কোটে
    ঘ.ঘোড়াশালে
    26.ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
    ক.১৯৪০ সালে
    খ.১৯৪৬ সালে
    গ.১৯৪২ সালে
    ঘ.১৯৪৭ সালে
    27.কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
    ক.বাবর
    খ.জাহাঙ্গীর
    গ.আকবর
    ঘ.আওরঙ্গজেব
    28.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
    ক.চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
    খ.দ্বৈত শাসন ব্যবস্থা
    গ.সতীদাহ নিবারণ ব্যবস্থা
    ঘ.পুলিশ ব্যবস্থা
    29.নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে –
    ক.ফরিদপুর
    খ.ঢাকায়
    গ.করাচিতে
    ঘ.কোলকাতায়
    30.শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে –
    ক.আলাউদ্দিন হুসেন শাহ্‌
    খ.নাসিরউদ্দিন মাহমুদ শাহ্‌
    গ.গিয়াস উদ্দিন ইওজ খলজি
    ঘ.নুসরত শাহ্‌
    ৩১। সবচেয়ে বেশি উৎপাদিত ধান কোনটি?
    ক) আমন
    খ) আউশ
    গ) বোরো
    ঘ) কোনটিই নয়
    ৩২। BRRI এর সদর দপ্তর কোথায়?
    ক) ঢাকা
    খ) গাজীপুর
    গ) সিলেট
    ঘ)ময়মনসিংহ
    ৩৩।বাংলাদেশের কৃষি কেমন?
    ক) গম প্রধান
    খ) ধান প্রধান নিবিড় সয়ংভোগী
    গ) ধান প্রধান বানিজ্যিক
    ঘ) কোনটিই নয়
    ৩৪।ব্রিশাইল কি?
    ক) ধান
    খ)চা
    গ)গম
    ঘ) তামাক
    ৩৫। মঙ্গা ধান বলে পরিচিত
    ক) ব্রি ৩৩
    খ) বি আর ১১
    গ) বি আর ২২
    ঘ) হাইব্রিড হীরা ধান
    ৩৬। বস্ত্র অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
    ক) বস্ত্র ও পাট
    খ) কৃষি
    গ) শ্রম
    ঘ) মৎস্য
    ৩৭।সারাদেশে কৃষি উপকরণ উৎপাদন করে
    ক) BINA
    খ) BADC
    গ) BARC
    ঘ) BARI
    ৩৮। গম গবেষণা কেন্দ্র কোথায়?
    ক)দিনাজপুর
    খ) গাজীপুর
    গ)ময়মনসিংহ
    ঘ) ঢাকা
    ৩৯।বাংলামতি কি?
    ক) গম
    খ)ধান
    গ)সরিষা
    ঘ) চা
    ৪০। সরকার কত বিঘা কৃষি জমির খাজনা মওকুফ করেছে?
    ক)২০
    খ)২৫
    গ)৩০
    ঘ)৪৯
    ৪১।ভূমি সংস্কার অধ্যাদেশ চালু হয় কত সালে?
    ক)১৯৮০
    খ)১৯৮২
    গ)১৯৮৪
    ঘ)১৯৮৮
    ৪২। কোনটি বারোমাসি সবজি?
    ক) ঢেড়স
    খ) ধান
    গ) বেগুন
    ঘ)ক+গ
    ৪৩। কৃষির মৌসুম কতটি?
    ক)১
    খ)২
    গ)৩
    ঘ)৪
    ৪৪।ফসলের মূল বৃদ্ধিতে সহায়তা করে
    ক)পটাশ
    খ) ক্যালসিয়াম
    গ)ফসফরাস
    ঘ) নাইট্রোজেন
    ৪৫।দোয়েল কি?
    ক)ধান
    খ)গম
    গ)পাট
    ঘ)তামাক
    ৪৬।দেশে প্রথম রাবার বাগান করা হয় কত সালে?
    ক)১৯৫১
    খ)১৯৬১
    গ)১৯৭১
    ঘ)১৯৮১
    ৪৭।তুলা চাষের জন্য উপযোগী জেলা
    ক) বগুড়া
    খ)যশোর
    গ)সিলেট
    ঘ)ফরিদপুর
    ৪৮।জাতীয় পাট দিবস কবে?
    ক)৫ মার্চ
    খ)৬ মার্চ
    গ)৭ মার্চ
    ঘ)৮ মার্চ
    ৪৯। কোনটি ছায়াবৃক্ষ?
    ক) পাট গাছ
    খ) চা গাছ
    গ) আম গাছ
    ঘ) তাল গাছ
    ৫০। পাটের তৈরি পলিথিন ব্যাগ আবিষ্কার করেন কে?
    ক) ড. মকসুদুল আলম
    খ)ড. মোবারক হোসেন
    গ) ড. তারেক
    ঘ) কেহই নয়
    ৫১. পঞ্চম আদমশুমারি রিপোর্ট ২০১১ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
    ক.৭৩৪ জন
    খ.৮৩৪ জন
    গ.৯৩৪ জন
    ঘ.১০১৫ জন
    ৫২. প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে–
    ক.বান্দরবানে
    খ.রাঙামাটিতে
    গ.খাগড়াছড়িতে
    ঘ.চাঁপাই নবাবগঞ্জে
    ৫৩. বাংলাদেশে কোন সাল থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহন করা হয়?
    ক.১৯৮০
    খ.১৯৭৬
    গ.১৯৭৭
    ঘ.১৯৭৩
    ৫৪. বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স–
    ক. ১ থেকে ১৪ বছর
    খ.জন্ম থেকে ১৮ বছর
    গ.১ থেকে ১৬ বছর
    ঘ. ০ থেকে ১৬ বছর
    ৫৫. মহানগরী হতে হলে নূন্যতম কত মিলিয়ন জনসংখ্যা থাকা দরকার?
    ক. ৫
    খ. ২৫
    গ. ১০
    ঘ. ২০
    ৫৬. ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠির প্রকৃত নাম–
    ক. সাংগ্রাই
    খ. মান্দি
    গ. ককবরক
    ঘ. বৈসুক
    ৫৭. সাঁওতালরা কোথায় বসবাস করেনা?
    ক.ঠাকুর গাঁও
    খ. বগুড়া
    গ. রাজশাহী
    ঘ. চট্টগ্রাম
    ৫৮. সব সমাজে সমাজকাঠামোর চাবিকাঠি কী?
    ক. সামাজিক মূল্যবোধ
    খ. পরিবার
    গ. বিবাহ
    ঘ. জ্ঞাতিসম্পর্ক
    ৫৯. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ মতে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
    ক.১৬ কোটি ৪৩ লাখ
    খ.১৬ কোটি ৩২ লাখ
    গ.১৬ কোটি ৩৭ লাখ
    ঘ.১৬ কোটি ৫৮ লাখ
    ৬০. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ মতে, বাংলাদেশের জনসংখ্যার নারী-পুরুষের অনুপাত কত?
    ক.১০০ : ১০০. ৪
    খ.১০০ : ১০০. ৩
    গ.১০০.৪ : ১০৩
    ঘ.১০০ : ১০০.২
    ৬১. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?
    ক.শ্যামনগর
    খ.রাজস্থলী
    গ.শিবগঞ্জ
    ঘ.থানচি
    ৬২. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের সাক্ষরতার হার কত?
    ক. ৭২.৩
    খ. ৬৯. ২
    গ. ৭০.৪
    ঘ. ৭১. ২
    ৬৩. বাংলাদেশের সমতলের আদিবাসী নয়–
    ক.সাঁওতাল
    খ.গারো
    গ.চাকমা
    ঘ.রাজবংশী
    ৬৪. বাংলাদেশকে ‘জলবসন্ত মুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয় কোন সালে?
    ক.১৯৯১
    খ.১৯৮৫
    গ.১৯৮০
    ঘ.১৯৭৭
    ৬৫. প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে–
    ক.পিটিআই
    খ.ডিপিই
    গ.ন্যাপ
    ঘ.এনসিটিবি
    ৬৬. তিন পুরুষের পরিবারকে কী পরিবার বলা হয়?
    ক.যৌথ পরিবার
    খ.বর্ধিত পরিবার
    গ.একক পরিবার
    ঘ.একান্নবর্তী পরিবার
    ৬৭. ম্যালথাসের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে কী বৃদ্ধি পাবে?
    ক. দারিদ্র্য
    খ.ব্যাধি
    গ.ক্ষুধা
    ঘ.প্রাকৃতিক নিরোধ
    ৬৮. জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস করা হয়েছে কবে?
    ক.১৯৯৫ সালে
    খ.১৯৯৬ সালে
    গ.১৯৯৭ সালে
    ঘ.১৯৮৯ সালে
    ৬৯. আদমশুমারি ২০১১ বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
    ক. ৬৯.৭ বছর
    খ. ৭১.৬ বছর
    গ. ৬৮.৩ বছর
    ঘ. ৬২. ৩ বছর
    ৭০. আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    ক. ১.৩১%
    খ. ১.৩৭%
    গ. ১.৩৯%
    ঘ. ১.২%
    ৭১। নিচের কোনটি খাদ্য সাহায্য কমসূচির আওতায় চলমান কর্মসূচী নয়?
    ক) কাজের বিনিময়ে খাদ্য
    খ) Vulnerable Group Feeding
    গ) Vulnerable Group Development
    ঘ) চর জীবিকায়ন কর্মসূচী
    ৭২।৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা জিডিপির লক্ষ্যমাত্রা কত ?
    ক) ৭.৪% খ ৭.৫% গ. ৮.৫% ঘ,৮%
    ৭৩। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল ?
    ক. ১৯৭২-১৯৯৭
    খ. ১৯৭৩-১৯৭৯
    গ. ১৯৭৪-১৯৭৯
    ঘ. ১৯৭৫-১৯৮০
    ৭৪। ৭৪।বাংলাদেশের স্বীকৃতি জিআই পণ্য কতটি ?
    ক)২ খ)৩ গ) ৪ ঘ) ৫
    ৭৫। ‘Bail Out’ শব্দটি কিসের সাথে জড়িত?
    ক) মুদ্রানীতি
    খ) অর্থনীতির
    গ) সংসদ অধিবেশন
    ঘ) উপরের সবগুলোই
    ৭৬। IPRSP এর অর্থ কি ?
    ক.Intertim Poverty Reduction Strategy Paper
    খ.International Poverty Reduction Strategy Paper
    গ.Internal Poverty Reduction Strategy Paper
    ঘ.Inter-poverty Reduction Strategy Paper
    ৭৭। বাংলাদেশ এ যাবত মোট কতটি উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে?
    ক) ৭ টি
    খ) ৫ টি
    গ) ২ টি
    ঘ) ১০ টি
    ৭৮। প্রতি আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হল
    A. নিট দেশজ উৎপাদন
    B. মোট দেশজ উৎপাদন
    C. মোট জাতীয় উৎপাদন
    D. নিট জাতীয় উৎপাদন
    ৭৯। বাংলাদেশে কবে থেকে উন্নয়ন ফোরামের মিটিং অনুষ্টিত হচ্ছে?
    ক)১৯৭৪
    খ) ২০০৩
    গ) ২০০০
    ঘ) ২০০৫
    ৮০। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন খাতকে বেশী গুরুত্ব দেয়া হয়েছে?
    ক) পরিবহন খাত
    খ) শিক্ষা খাত
    গ) জনপ্রশাসন খাত
    ঘ) স্বাস্থ্য খাত
    ৮১। মুদ্রাস্ফীতির কারণ-
    A. উৎপাদন বৃদ্ধি
    B. টাকার সরবরাহ বৃদ্ধি
    C. আমদানি বৃদ্ধি
    D. সরকারি কর হ্রাস
    ৮২। নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করে না?
    ক) পরিকল্পনা কমিশনের
    খ) জাতীয় অর্থনৈতিক কমিশন
    গ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি
    ঘ) বাংলাদেশ উন্নয়ন ফোরাম
    ৮৩। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে কোন লক্ষ্য অর্জন করার ব্যপারে বেশী গুরুত্ব দেয়া হয়েছে?
    ক) চরম দারিদ্র দূর করা
    খ) উচ্চমধ্যম আয়ের দেশে রুপান্তর
    গ) আর্থিক খাতে সংস্কার
    ঘ) অবকাঠামোগত উন্নয়ন
    ৮৪। রূপকল্প -২০৪১ পরিকল্পনায় প্রবৃদ্ধির হার কত শতাংশ অব্যাহত রাখার কথা বলা হয়েছে?
    ক) ৮.২০%
    খ) ৮.৫০%
    গ) ৯.০০%
    ঘ) ৯.২০%
    ৮৫। PRSP হচ্ছে –
    ক. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
    খ. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
    গ. বাজেট বিশ্লেষণ
    ঘ. দরিদ্রকে ঋণ বিতরণ সংক্রান্ত কৌশলপত্র উত্তরঃ খ
    ৮৬। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ?
    A. উচ্চ আয়র দেশ
    B. উচ্চ-মধ্যম আয়ের দেশ
    C. নিম্ন মধ্যম আয়ের দেশ
    D. নিম্ন আয়ের দেশ
    ৮৭। ২০১৯-২০ অর্থবছরে বাজেট অনুযায়ী বাজেটের আকার জিডিপির কত শতাংশ?
    ক) ১৮.১৩%
    খ) ২০.১৩%
    গ) ১৬.৩৫%
    ঘ) ১৯.৩৫%
    ৮৮। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত?
    ক) ৩০ জন
    খ) ২১ জন
    গ) ২৪ জন
    ঘ) ২৩ জন
    ৮৯। বিশ্বব্যাংকের মতে, হতদরিদ্রদের আয় কত ডলার এর নিচে?
    ক) ১.৯০ ডলার
    খ) ২.০০ ডলার
    গ) ১.৮০ ডলার
    ঘ) ২.৯০ ডলার
    ৯০। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা_
    ক) ২০১৬-২০২০
    খ) ২০১৯-২০২৪
    গ) ২০২০-২০২৫
    ঘ) ২০২১-২০২৬
    ৯১) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটা?
    ক. ডাচ বাংলা ব্যাংক
    খ. ব্র‍্যাক ব্যাংক
    গ. আরব বাংলাদেশ ব্যাংক
    ঘ. ইউএসবি ব্যাংক
    ৯২) বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটা?
    ক. DSE
    খ. BGMEA
    গ. FBCCI
    ঘ. সবগুলো
    ৯৩) বর্তমানে বৃহৎ শিল্পখাতের উপখাত কয়টি?
    ক. ৫
    খ. ৪
    গ. ৬
    ঘ. ৮
    ৯৪) GDP তে শিল্পখাতের অবদান –
    ক. ক্রমহ্রাসমান
    খ. স্থিতিশীল
    গ. ক্রমবর্ধমান
    ঘ. কোনটা নয়
    ৯৫) বর্তমানে কর্মক্ষম জনসংখ্যার কত ভাগ শিল্পে নিয়োজিত?
    ক. ২১.৮%
    খ. ২০.৪%
    গ. ২৩.৬%
    ঘ. ২২.৯%
    ৯৬) শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংস্থা কয়টি?
    ক. ৬
    খ. ৮
    গ. ৫
    ঘ. ৪
    ৯৭) মুদ্রানীতি প্রণয়ন করে কে?
    ক. বাংলাদেশ ব্যাংক
    খ. অর্থ মন্ত্রণালয়
    গ. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন
    ঘ. পরিকল্পনা কমিশন
    ৯৮) বর্তমানে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কয়টি?
    ক. ৩৫
    খ. ৩৪
    গ. ৩৬
    ঘ. ৩৮
    ৯৯) তৈরি পোশাক কেনার জন্য ইউরোপীয় ইউনিয়নের জোট কোনটা?
    ক. এলায়েন্স
    খ. এম্বার
    গ. একর্ড
    ঘ. কসমো
    ১০০) বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
    ক. চীন
    খ. ভারত
    গ. জার্মানি
    ঘ. আমেরিকা
    ১০১। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় বা বিভাগ ছিলো?
    ক। ১৬ টি
    খ। ১২ টি
    গ। ১৭ টি
    ঘ। ৫ টি
    ১০২। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয় ভাগে বিভক্ত ছিলো?
    ক। ৪ ভাগে
    খ। ৩ ভাগে
    গ। ৫ ভাগে
    ঘ। ২ ভাগে
    ১০৩। মুক্তিযুদ্ধের সময়কালে ‘Tilt Policy’ গ্রহন করে-
    ক। মার্কিন যুক্তরাষ্ট্র
    খ। চীন
    গ। ভারত
    ঘ। সোভিয়েত ইউনিয়ন
    ১০৪। ১৯৭১ সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক গঠিত প্রথম নৌবহরের নাম-
    ক। বঙ্গবন্ধু
    খ। পলাশ
    গ। বীর বাঙ্গালী
    ঘ। অগ্রদূত
    ১০৫। ‘তমদ্দুন মজলিস ‘ গঠিত হয়-
    ক। ১৯৪৭ সালে
    খ। ১৯৪৮ সালে
    গ।১৯৫২ সালে
    ঘ। ১৯৫০ সালে
    ১০৬। আগরতলা ষড়যন্ত্র মামলার ৩৫ নং আসামী ছিলেন-
    ক। সার্জেন্ট জহুরুল হক
    খ।ভূপতি ভূষণ চৌধুরী
    গ। লে. আব্দুর রউফ
    ঘ। এল. এস. নূর মোহাম্মদ
    ১০৭।’সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ’ গঠিত হয়-
    ক।১৯৬৮ সালের ১১ মার্চ
    খ। ১৯৬৯ সালের ৫ জানুয়ারি
    গ। ১৯৫২ সালের ৩১ জানুয়ারি
    ঘ। ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর
    ১০৮। আইয়ুব খান মৌলিক ‘গণতন্ত্র নামে’ অগণতান্ত্রিক ব্যবস্থা চালু করেন-
    ক। ১৯৫৮ সালে
    খ।১৯৫৯ সালে
    গ। ১৯৬২ সালে
    ঘ। ১৯৬৬ সালে
    ১০৯। ১৯৫৪ সালের নির্বাচনে মোট কয়টি দল অংশ নেয়?
    ক। ১৬ টি
    খ। ৫ টি
    গ। ৬ টি
    ঘ।১৭ টি
    ১১০। মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী মুক্তিফৌজ গঠন করা হয় কবে ?
    ক। ২৬ মার্চ ১৯৭১ খ। ৪ এপ্রিল ১৯৭১ গ। ১০ এপ্রিল ১৯৭১ ঘ। ১৭ এপ্রিল ১৯৭১
    ১১১। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন-
    ক) তাজউদ্দীন অাহমেদ
    খ) এম মনসুর অালী
    গ) এএইচএম কামারুজ্জামান
    ঘ) খন্দকার মুশতাক
    ১১২। যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কোনটি?
    ক) পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন
    খ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি
    গ) ২১শে ফেব্রুয়ারীকে ছুটির দিন ঘোষনা
    ঘ) শহীদ মিনার নির্মান
    ১১৩বাংলাদেশের স্বাধীনতার অানু্ষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়-
    ক। ২৬ মার্চ ১৯৭১
    খ। ২৭ মার্চ ১৯৭১
    গ। ১০ এপ্রিল ১৯৭১
    ঘ। ১৭ এপ্রিল ১৯৭১
    ১১৪। মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ ভাস্কর্য কোনটি?
    ক) জাগ্রত চৌরঙ্গী
    খ) অপরাজেয় বাংলা
    গ) বীর
    ঘ) স্বাধীনতা সংগ্রাম
    ১১৫।বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত হওয়া বিদেশি ফায়ার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন ?
    ক, বৃটিশ খ, ফ্রান্স, গ, রাশিয়ান ঘ, ইতালি
    ১১৬। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পায় ?
    ক. ৩১৩, খ,২৯৮ গ১৬৯ ঘ১৬৭
    ১৭।পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় কবে ?
    ক।১৯৪৯ খ, ১৯৫৪ গ,১৯৫৫ ঘ১৯৬৬
    ১১৮।৫৬ দিন ক্ষমতায় থাকা যুক্তফ্রন্ট সরকারকে ১৯৫৪ সালের ৩০ মে কে বরখাস্ত করে ?
    ক) নাজিম উদ্দিন খ ইসকান্দার মির্জা গ। আইয়ুব খান ঘ) গোলাম মোহাম্মদ
    ১১৯।১৯৭১ সালের ১৫ আগস্ট অপারেশন জ্যাকপটের মাধ্যমে মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর কতটি জাহাজ ধ্বংস করে ?
    ক)৩০ খ) ৫০ গ) ৬০ ঘ)৭০
    ১২০)কত তারিখে বঙ্গবন্ধু দেশবাসীর অন্তরে মুক্তির স্বপ্ন বুনে ছিলেন ?
    ক) ২৫ মার্চ , খ) ২৬ মার্চ গ) ৩ মার্চ ঘ) ৭ মার্চ
    ১২১)গঙ্গা নদীতে সন্তান বিসর্জন ও শিশুকন্যা হত্যা নিষিদ্ধ করা কে ?
    ক) লর্ড কর্নওয়ালিস খ) লর্ড বেন্টিং
    গ) লর্ড কার্জন ঘ) লর্ড ক্লাইভ
    ১২২)এগারো সিন্ধুর’ দূর্গের নির্মাতা-
    ক) মূসা খাঁ খ) ঈশা খাঁ
    গ) সায়েস্তা খাঁন ঘ) অালীবর্দি খাঁন
    ১২৩)কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়-
    ক। ১৯৩৫ সালে খ। ১৭৬৪ সালে
    গ। ১৮৫৮ সালে ঘ। ১৭৯৩ সালে
    ১২৪)’ বঙ্গ’ নামের প্রাচীনতম উল্লেখ আছে –
    ক। আইন-ই-আকবরী গ্রন্থে খ) ঐতরেয় অারণ্যক গ্রন্থে
    গ) কৌটিল্যের অর্থশাস্ত্রে ঘ) রামচরিতম গ্রন্থে
    ১২৫)বাংলাদেশের প্রথম জনসংখ্যানীতি প্রণীত হয়-
    ক) ১৯৭৬ সালেখ) ১৯৭৩ সালে
    গ) ১৯৯৬ সালে ঘ) ২০১১ সালে
    ১২৬)বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি খাতে বিভক্ত করা হয়েছে ?
    ক) ২ খ) ৪ গ)২১ ঘ) ১৫
    ১২৭)রুপকল্প-২০২১ অনুসারে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা হলো
    ক)২১০০০ মেগাওয়াট খ)২৪০০০ মেগাওয়াট গ)২৫০০০ মেগাওয়াট ঘ) ৬০০০০ মেগাওয়াট
    ১২৮)পল্লী সন্চয় ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় ?
    ক)২০০৯ খ) ২০১২ গ) ২০১৩ ঘ) ২০১৪
    ১২৯)পন্চ বার্ষিক পরিকল্পনা কে প্রণয়ন করে ?
    ক) NEC খ) ECNEC গ) Planning Commission ঘ) Tariff Commission
    ১৩০) আমদানির উপর শুল্ক স্থাপন, গার্হস্থ্য শিল্পের সুরক্ষা, এবং বাংলাদেশ বিদেশি পণ্যের ডাম্পিং নিয়ন্ত্রণ করে কে?
    ক) NEC খ) ECNEC গ) Planning Commission ঘ) Tariff Commission
    ১৩১. অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুসারে জিডিপিতে কৃষি খাতের অবদান কত ?
    ক. ১৩.৬০% খ৩৫.১৪% গ. ৫১.২৬% ঘ, ১৫%
    ১৩২. নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?
    ক. পাট খ. চা গ. তামাক ঘ. ধান
    ১৩৩. বাংলাদেশের একর প্রতি পাটের ফলন?
    ক. ৬৫৬ কেজি
    খ. ৫৯৬ কেজি
    গ. ৬৯৬ কেজি
    ঘ. ৭০৬ কেজি
    ১৩৪. ইরাটম কী?
    ক. উন্নত জাতের ধান
    খ. উন্নত জাতের গম
    গ. উন্নত জাতের গম
    ঘ. উন্নত জাতের পাট
    ১৩৫. জুটনে পাটের পরিমাণ কত?
    ক. ৩০% খ. ৪০% গ. ৭০% ঘ. ৬০%
    ১৩৬. বাংলাদেশের কত ভাগ জমিতে পাট চাষ হয়?
    ক. ৫% খ. ৪% গ. ৬% ঘ. ৭%
    ১৩৭. সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়
    ক. ময়মনসিংহ খ. চাপাইনবাবগঞ্জ
    গ. মুন্সীগঞ্জ ঘ. নাটোর
    ১৩৮. রবি শস্য হল
    ক. গ্রীষ্মকালীন খ. শীতকালীন
    গ. হেমন্তকালীন ঘ. শরৎকালীন
    ১৩৯. বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায়?
    ক.সিলেটে খ.মধুপুর গ.চট্টগ্রামে ঘ.খুলনায়
    ১৪০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে?
    ক.সাঙ্গু নদী খ.হালদা নদী গ. মাতামুহুরী নদী ঘ.কর্ণফুলী নদী
    ১৪১. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
    ক. ঢাকা খ. কক্সবাজার গ. চট্টগ্রাম ঘ. ময়মনসিংহ
    ১৪২. বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ? (Gas fields were discovered in Bangladesh for the first time in -)
    ক. 1955 খ. 1965 গ. 1975 ঘ. 1985
    ১৪৩. জুম চাষের বিকল্প পদ্ধতি –
    ক. সল্ট খ. খন্দক গ. চারণ ঘ. ধান
    ১৪৪. নদী ছাড়া ‘মহানন্দা’ কি?
    ক. তরমুজ খ. আম গ. সরিষা ঘ.বাধাকপি
    ১৪৫. বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে?
    ক. বাঁশখালী ইকোপার্ক (চট্টগ্রাম)
    খ. বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (ঢাকা)
    গ. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (গাজীপুর)
    ঘ.বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
    ১৪৬. সর্ব প্রথমে যে উপশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো –
    ক. ইরি-৮ খ. ইরি-১ গ. ইরি-২০ ঘ. ইরি-৩
    ১৪৭. বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে –
    ক. নারায়ণগঞ্জখ. চাঁপাইনবাবগঞ
    গ. গোপালগঞ্জ ঘ. নরসিংদী
    ১৪৮. আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
    ক. জয়পুরহাট খ. রংপুর গ. পাবনা ঘ. ময়মনসিংহ
    ১৪৯. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
    ক. ধান – প্রধান নিবিড় স্বয়ংভোগী খ. ধান – প্রধান বাণিজ্যিক
    গ. স্বয়ং ভোগী মিশ্র ঘ. স্বয়ং ভোগী শষ্য চাষ ও পশুপালন
    ১৫০. পেন্সিল তৈরীতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
    ক. গরান খ . নল খাগড়া গ. ধুন্দল ঘ. গেওয়া
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply