Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

চাইনা যা পাই চাইনা যা চাই পাইনা ভুল করেও তা চাইনা

Gaibo Sudhu Gaan | Jhora Somayer Gaan | Mohiner Ghoraguli | Gautam Chattopadhyay

চাইনা যা পাই চাইনা
যা চাই পাইনা
ভুল করেও তা চাইনা
ভাঁড় ভেঙে রস খাইনা
কেন মিছে মরো ভাবা ছেড়ে দাও

আরাম যখন হারাম তখন সয়না
মনে দখিন হাওয়া বয়না
দিব্যি আছো মজা লুটে নাও

আমরা গাইবো শুধু গান
আমরা চা না ভুয়ো মান
হতে চাইনা শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা কেটে যাও

অফিসে বাজারে পথেঘাটে যত সব চামচা
লেখে রোজ নামচা
আর চান্স পেলে দেয় খামচা
কেন মিছে মরো ভাবা ছেড়ে দাও

চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি
আসুক তেড়ে বৃষ্টি
ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও

আমরা গাইবো শুধু গান
আমরা চা না ভুয়ো মান
হতে চাইনা শিরোনাম
আমরা গাইবো শুধু গান
থাকো ইচ্ছে হলে কিম্বা ফেটে যাও

শিরোনামঃ গাইবো শুধু গান
কন্ঠঃ সুব্রত ঘোষ / বনি / ঋতুপর্ণা দাস / চন্দ্রিমা মিত্র
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়
সুরঃ গৌতম চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো
অ্যালবামঃ ঝরা সময়ের গান

Gaibo Sudhu Gaan | Jhora Somayer Gaan | Mohiner Ghoraguli | Gautam Chattopadhyay

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply