চলো না আমায় নিয়ে


































































			
			











Be a lamp, or a lifeboat or a ladder. Help someone’s soul heal.

চলো না আমায় নিয়ে

ওগো, চলো না আমায় নিয়ে
ওই নীল নদীর তীরে।
যেথায় ফুটেছে শাপলা
মাছেরা করছে খেলা
মাঝিরা বাইছে নৌকা
আর শিশুরা কাটছে সাঁতার।
সেথায় যে যেতে হবে-
আমায় একটি বার।

ওগো, চলো না আমায় নিয়ে
ওই নীল নদীর তীরে।
সেথায় রয়েছে পুরনো স্মৃতি
রয়েছে প্রচুর কাব্য।
আরও রয়েছে বন্ধু-বান্ধব
কত যে আত্মীয়।

ওগো, চলো না আমায় নিয়ে
ওই নীল নদীর তীরে।
সেথায় রয়েছে পিতার কবর
রয়েছে মাতার স্মৃতি।
রয়েছে ভাই-বোনের ভালোবাসা
আর রয়েছে, কষ্টের দিনগুলি।

ওগো, চলো না আমায় নিয়ে
ওই নীল নদীর তীরে।
সেথায় স্নান করে
পুরনো স্মৃতি মুছে
ফিরে আসতে চাই
তোমারি কাছে।

ওগো, চলো না আমায় নিয়ে
ওই নীল নদীর তীরে।
চলো না আমায় নিয়ে!

Writer: এস.এ. ইসলাম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply