Fall seven times and stand up eight.

— Japanese Proverb

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ।
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ
জন্ম নিলে সবার তরে আছেরে মরন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির।
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।।

cole jay jodi keu lyrics

chole jay jodi keu badhon chire lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply