Posted in নিবন্ধ
চলে যাওয়া
মানুষের ধর্মই হলো “চলে যাওয়া”। হুট করেই যখন-তখন কারণে-অকারণে না বলেই চলে যায়। যেন চলে যাওয়ার জন্যেই তার জন্ম! কেউ চলে যায় মন ছেড়ে, কেউ পরিবার ছেড়ে, কেউ শহর ছেড়ে, কেউ দেশ ছেড়ে, কেউবা আবার এই পৃথিবীর মায়া ছেড়ে! মানুষ মাত্রই চলে যাওয়া, তাকে যেতেই হবে…
– অর্ণব, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1