সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

চলে যাওয়া

মানুষের ধর্মই হলো “চলে যাওয়া”। হুট করেই যখন-তখন কারণে-অকারণে না বলেই চলে যায়। যেন চলে যাওয়ার জন্যেই তার জন্ম! কেউ চলে যায় মন ছেড়ে, কেউ পরিবার ছেড়ে, কেউ শহর ছেড়ে, কেউ দেশ ছেড়ে, কেউবা আবার এই পৃথিবীর মায়া ছেড়ে! মানুষ মাত্রই চলে যাওয়া, তাকে যেতেই হবে…

অর্ণব, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply