May all beings have happy minds.

— Buddha

চঞ্চল ময়ূরী এ রাত

চঞ্চল ময়ূরী এ রাত
Chanchal Moyuri E Raat
ছায়াছবি: অদ্বিতীয়া (১৯৬৮)
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
কন্ঠশিল্পী: লতা মঙ্গেশকর
আ আ আ
[চঞ্চল ময়ূরী এ রাত বঁধু যেতে দিওনা]-২
কানায় কানায় ভরে যাওয়া রাত যেন
যেতে দিওনা,রাত বন্ধু যেতে দিওনা।
চোখের পাতায় ধরে রাখা রাত বঁধু যেতে দিওনা।
রাত বঁধু যেতে দিওনা।
কেন ঘুম আসেনা কেন ঘুম আসেনা
কত স্বপ্ন ঘিরে ঘিরে আসে,
মধুর আবেশ নিয়ে বঁধুয়া গো ফিরে ফিরে আসে।
পরশে পরশে এই থেমে থাকা রাত যেন
যেতে দিওনা,রাত বঁধু যেতে দিওনা
চঞ্চল ময়ূরী এ রাত বঁধু যেতে দিওনা।
[চোখে চোখ রাখো না]-২
মনে মন রাখো শীতল করিতে
মরমী গো তুমি পথ ভুলে যাবে ফিরে যেতে
নয়নে নয়ন রেখে মরে যাওয়া রাত যেন
যেতে দিওনা,রাত বঁধু যেতে দিওনা
[চঞ্চল ময়ূরী এ রাত বঁধু যেতে দিওনা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply