The moment you accept what troubles you’ve been given, the door will open.

গৌতমমালা

সেন্ট্রাল আমেরিকার চির বসন্তের দেশ গুয়েতেমালা, মাতৃভাষা স্পেনিস,খ্রীস্টধর্মের প্রাধান্য।কিন্তু দেশটির নামে রয়েছে ছোট্ট একটি ইতিহাস। আমাদের এই উপমহাদেশ থেকেই বৌদ্ধ ধর্ম বিভিন্ন দেশে ছড়িয়ে পাড়েছিল।মধ্য আমেরিকায় এ ধর্মের বিস্তার ঘটেছিল সপ্তম শতাব্দীর দিকে, খ্রীস্টধর্মের ও আগে। গৌতম বুদ্ধের প্রতিকৃতি তে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন বা আরাধনা করা তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল।দেশটির নামকরণের পূর্বে গৌতম ও মালা এ শব্দ দুটো বাহুল ব্যবহৃত শব্দ ছিল । গৌতমবুদ্ধ ও ফুলের মালা যোগে গৌতমমালা, যা গৌতমবুদ্ধকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় যে দেশে, এমনটাই বোঝাানো হত।পরবর্তীতে “গৌতমমালা” বিবর্তিত হয়ে “গুয়াতেমালা ” নামে প্রচলিত হয়ে যায়। দেশটিতে দীর্ঘকাল যাবৎ খ্রীস্টধর্মের আধিক্য থাকলেও আজও নামের কোনো পরিবর্তন হয়নি। তথ্যসূত্রঃ ইন্টারনেট।

Writer: Shirin Nila

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply