It is during our darkest moments that we must focus to see the light

— Aristotle

গৌতমমালা

সেন্ট্রাল আমেরিকার চির বসন্তের দেশ গুয়েতেমালা, মাতৃভাষা স্পেনিস,খ্রীস্টধর্মের প্রাধান্য।কিন্তু দেশটির নামে রয়েছে ছোট্ট একটি ইতিহাস। আমাদের এই উপমহাদেশ থেকেই বৌদ্ধ ধর্ম বিভিন্ন দেশে ছড়িয়ে পাড়েছিল।মধ্য আমেরিকায় এ ধর্মের বিস্তার ঘটেছিল সপ্তম শতাব্দীর দিকে, খ্রীস্টধর্মের ও আগে। গৌতম বুদ্ধের প্রতিকৃতি তে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন বা আরাধনা করা তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল।দেশটির নামকরণের পূর্বে গৌতম ও মালা এ শব্দ দুটো বাহুল ব্যবহৃত শব্দ ছিল । গৌতমবুদ্ধ ও ফুলের মালা যোগে গৌতমমালা, যা গৌতমবুদ্ধকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় যে দেশে, এমনটাই বোঝাানো হত।পরবর্তীতে “গৌতমমালা” বিবর্তিত হয়ে “গুয়াতেমালা ” নামে প্রচলিত হয়ে যায়। দেশটিতে দীর্ঘকাল যাবৎ খ্রীস্টধর্মের আধিক্য থাকলেও আজও নামের কোনো পরিবর্তন হয়নি। তথ্যসূত্রঃ ইন্টারনেট।

Writer: Shirin Nila

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply