All that we are is the result of what we have thought.

— Buddha

গোলেমালে গোলেমালে পিরিত করো না

গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
পিরীতি কাঁঠালের আঠা
আঠা লাগলে পরে ছাড়বে না

এক পিরিতে শিব শ্মশানবাসী
আর এক পিরিতে গোরা হোলো
নদের নিমাই সন্যাসী
সে যে গীতগোবিন্দ পদ্মাবতী
এরাই কেবল কয়জনা

পিরীতি জগডুমুরের ফুল
কিন্তু আলোক লতার মূল
সন্ধান না জানতে পারলে
জীবের পক্ষে ভুল
ওযে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
লড়তে চড়তে পারেনা

একজন ব্রাহ্মনের ছেলে
সে তো এমনি বিটকেলে
আর পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
পিরিতের জাতের বিচার করতে গেলে
মিলবেনা চাঁদের কণা

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply