You only live once, but if you do it right, once is enough.

— Mae West

গানে গানে সবার মন ভরাব

গানে গানে সবার মন ভরাব
Gane Gane Sobar Mon
ছায়াছবি: সকাল সন্ধ্যা
কথা: গৌতম সুস্মিত
সঙ্গীত: অশোক ভদ্র
শিল্পী: সাধনা সরগম
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
[গানে গানে সবার মন ভরাবো,
এ আমার জীবনের চির বাসনা]-২
সবার আশিস নিয়ে শুরু হলো
আমার জীবনপথে
সুর সাধনা সুর সাধনা
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা।
এত ভালোবাসা ছিলনা তো আশা
পেয়েছি চাওয়ার বেশী তোমাদের জন্য
সুরে সুরে আজ তাই সবারে তা জানাই
তোমাদের কাছে এসে আমি যে ধন্য
আর কিছু চাইনা শুধু চিরদিন
পাই যেন তোমাদের
শুভ কামনা শুভ কামনা।
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা।
চায় মনপ্রাণ শুধু আমার এই গান
থাকে যেন তোমাদের হৃদয় মাঝেই।
ও ও ও জীবনের খেলাতে
হেরে যেতে যেতে
পেয়েছি আবার আমি
নিজেকে খুঁজে
আজ আমি শিল্পী এই পরিচয়
এগিয়ে যাওয়ার পথে
থাক্ প্রেরণা থাক্ প্রেরণা।
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা
সবার আশিস নিয়ে শুরু হল
আমার জীবন পথে
সুর সাধনা সুর সাধনা।
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা।
গানে গানে সবার মন ভরাবো
এ আমার জীবনের চির বাসনা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply