A friend is someone who knows all about you and still loves you.

— Elbert Hubbard

গন্তব্য

সবকিছু ছেড়ে দিয়ে সুখের মোড়কে
সাফল্য আর ব্যর্থতার বিলাপ
নিয়ে পথ হাটছি একটা অসুস্থ সমুদ্রে।
অন্ধ নাবিকের মতো নৈঃশব্দ্য হাহাকারে গন্তব্য আমার।
উত্তাল সাগরের বুকে পরিত্যক্ত এক দ্বীপ,
দ্বীপের ভেতর স্তব্ধ জঙ্গল,
কোথায় কোনো চিহ্ন নেই,
মনে হচ্ছে যেনো অশ্রুপাতের চিহ্ন আমিই একে যাচ্ছি প্রথমে,
আর কেউ এখানে আসেনি কোনোদিন।
ভাবছি এখানেই রেখে যাবো সব দুঃখ,বিষাদ
এই নৈঃশব্দ-নির্জন দ্বীপের ভেতরে।
কোনোএকদিন কেউ খুঁজে পেলে যেনো
অসুস্থ সমুদ্রের এই পরিত্যক্ত দ্বীপে অশ্রুপাতের চিহ্ন দেখে বুঝে উঠতে পারে
ভেতরে কোথাও এখনো একটা কিসের যেনো দীর্ঘশ্বাস ফেলে গেছে কেউ একজন;
-কিংবা যায়নি,যেতে পারেনি,এখানেই আছে,
হয়তো কোনোএক নির্জনে দাঁড়িয়ে আছে।
আমি রাতারাতি বিষাক্ত স্মৃতির এক নক্ষত্র বনে যাবো।
আমার মতো অন্ধ নাবিককে গন্তব্য চেনাবো।
নৈঃশব্দ্যের মাঝে প্রতিধ্বনি তুলবো বিস্ময়কর।
ভাবছি আর কোনো কবিতা লিখবো না আমি।
সব দুঃখ সঙ্গে নেবো না,
উত্তার সাগরের এই পরিত্যক্ত দ্বীপের ভেতরেই রেখে যাবো সব;

অথবা থেকে যাবো।
এখান থেকে পত্রিকা অফিস দেখা যায় না।
এখানে নেই কোনো পোস্ট অফিস,নেই কোনো ডাকবাক্স।
এজন্য ভাবছি কবিতা লিখা ছেড়েই দিবো।
সন্ধ্যা হলেই ঢেউয়ের সাথে মিশে যাবো,
অন্ধকারে ভয় করলে,একদল মেঘদূতকে সঙ্গী করবো।
রোদ্দুরে ঠাই নেবো অস্পষ্ট ছায়ার কাছে।
রাত্রি নামলে নক্ষত্রের বিছানায় শুয়ে ধ্বনিবিহীন স্বপ্ন দেখবো।
সবকিছু আর সঙ্গে নেবো না,
আমি আর ফিরবো না।
ভাবছি রজনীগন্ধার সাথে দুইটা গোলাপের পাপড়ি ছিটিয়ে রেখে যাবো আমি।
গোলাপের গন্ধ আমার ভালো লাগে না।
রজনীগন্ধা আর গোলাপের পাপড়ি আপনার জন্য।
আমি আর ফিরবো না।
এই পরিত্যক্ত দ্বীপেই রেখে যাবো সব দুঃখ-বিষাদ।
অন্ধ নাবিকের মতো নৈঃশব্দ হাহাকারে গন্তব্য আমার।

– সৈয়দ মোঃ সাকিব আহমদ 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply