Delight in meditation and solitude. Compose yourself, be happy. You are a seeker

— Buddha

খুব জানতে ইচ্ছে করে

শিল্পী মান্না দে

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছ
নাকি অনেক খানি বদলে গেছ
এখনো কি প্রথম সকাল হলে
সানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাব
বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
এখনো কি সন্ধ্যেবেলা আমার
বাড়ি ফেয়ার সময় পেরিয়ে
গেলে
অনেক অভিমানে চোখ দুটো
কি জলে ভয়?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা
পড়ে থাকে
আকুল পিয়াসে আমারই তিয়াষে
অন্তর কেঁদে মরে
খুব জানতে ইচ্ছে করে৷

khub jante icche kore lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply