খুব জানতে ইচ্ছে করে 🎤 মান্না দে (with lyrics)

	
	

























































			
			











Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.

— Robert Louis Stevenson

খুব জানতে ইচ্ছে করে 🎤 মান্না দে (with lyrics)

গীতিকার : মুক্তি রায়চৌধুরী
সুরকার : মান্না দে
🎤 মান্না দে

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছো
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে ॥

Khub Jante Icha Kare lyrics
Manna Dey,Prabhas Dey
Chayanika Manna Dey Vol.1

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0