আজ ও বুঝিনি কোরান হাদিস ধর্ম
তাইত আজও করে যাচ্ছি শুধুই অপকর্ম।।
জাল হাদিস নিয়ে করি মারামারি
পারবে কি তুমি কখনো ধার্মিক হতে কোরআন হাদিস ছাড়ি??
এই হুজুর কি বলল ওই হুজুর কি
বলল তাই নিয়ে মাথা ব্যথা।
কোরআনের একটি হরফ নাই আমাদের হৃদয়ে গাথা।।
অনেকে বলে এই দুয়াটি ২০ জনকে শিয়ার কর এর উছিলায় নাকি তুমি জান্নাতে যেতে পারো।।
আফসোস লাগে আজ ইসলামের এই
অবস্তা দেখে জানিনা কবে বদলাতে পারব আমাদের এই মনকে!
হুজুরদের কথা শুনে আমরা হয়ে গেছি দিশেহারা জানিনা আমাদের সঠিক হাদিস দিতে পারে যে কারা?
তারিখঃ ০৪/০৪/২০২০
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1