The future belongs to those who believe in the beauty of their dreams.

— Eleanor Roosevelt

কোনদিন বলাকারা অতদূরে যেত কি

গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায়
🎤 হেমন্ত মুখোপাধ্যায়

কোনদিন বলাকারা
অতদূরে যেত কি ওই
আকাশ না ডাকলে?
তাই বলি কোন বাঁশি সুর
খুঁজে পেত কি
কারো নুপূর না থাকলে।
কখনো কুঞ্জে এসে
ফুলেরো গন্ধ নিয়ে বোঝনি তো
হাওয়ার পরশ বিনা
কে তার মুল্য বল এনে দিত?
বুকে করে রাখতো কে
সুরভিত কেতকী এই
বাতাস না রাখলে ।

পাহাড়ের এত পথ এত বাঁধা পেরিয়ে
নদী কোথাও কি চলতো
মোহনার আহ্বান অংগে
তরঙ্গে যদি কথাই না বলতো
জেনেছি তাইতো আমি
নতুন ছন্দ কেন এল মনে।

আমি যে ধন্য ওগো
তোমার স্বপ্ন ভরা এ জীবনে
মিলনের রূপকথা
রাঙা হত এত কি
তুমি সে রঙ না আঁকলে।
Music
SONG
Konodin Balakara lyrics
ARTIST
Hemanta Mukherjee
ALBUM
Konodin Balakara

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply