যখন গভীর রাতে একলা শুয়ে থাকি,
হারিয়ে যাই শূন্য এক কল্পনায়।
হঠাৎ চোখ বেয়ে অশ্রু ঝরে,
ভাবতে থাকি একা,
কেমন হবে আমার শেষ বিদায়?
কেমন হবে চিরনিদ্রার শেষ বেলা?
একদিন আসবে যখন ডাকলেও ফিরব না,
কতজন পাশে বসে চিৎকার করে ডাকবে।
মা-বাবা, বন্ধু-স্বজন সবাই ডাকবে,
কিন্তু আমি তো ফিরব না।
তবে এটাই কি শেষ বিদায়?
একটা সময় কেউ আর ডাকবে না,
যখন বুঝবে আমি আর নেই।
সবাই নিজ থেকে ব্যস্ত হয়ে যাবে,
যেন এক মহোৎসব এর আয়োজন চলছে।
কেউ ছুটবে গরম পানি বসাতে,
কিংবা কেউ ছুটবে কবরস্থানে।
আমার জন্য কেনা হবে,
বাজারের সবচেয়ে সস্তা দামের কাপড়,
মনে হবে যেন এক মহোৎসব।
তবে এটাই কি শেষ বিদায়?
আমাকে বের করে আনা হবে,
আমার নরম কোমল বিছানা থেকে।
বের করে দেওয়া হবে,
সকল সম্পর্ক ছিন্ন করে।
এদিকে তাকিয়ে দেখবো এখনো ছুটছে,
কেউ ছুটবে খেজুর কাঁটা আনতে,
কেউ বা ছুটবে বরই পাতা আনতে।
ঐ দিকে কাঠের তক্তার পাশে দুজন দাঁড়িয়ে,
তাঁরা কি আমায় গোসল করাবে?
এ কথা ভাবতে ভাবতে দেখবো,
সেই সস্তা কাপড় আমার গায়ে,
তবে এটাই কি শেষ বিদায়?
এবার আমায় নিয়ে যাওয়ার পালা,
কেউ চাইছে না আর দেরি করতে!
মসজিদের খাট তো আগে থেকেই তৈরি!
আমাকে খাটে তুলে যাত্রা শুরু,
মনে হবে যেন নতুন বর নিয়ে যাচ্ছে।
তবে এটাই কি শেষ বিদায়?
জীবনে কতজনের জানাযা পড়েছি,
এবার আমার পালা।
এমন এক অদ্ভুত নামাজ,
যেখানে নেই সেজদা, নেই কোন রুকু,
শুধু চার তাকবির!
তবে এটাই কি শেষ বিদায়?
জানাযা শেষ না হতেই,
আমাকে রেখে আসা হবে,
চারদিক বন্দী এক কয়েদখানায়,
বারবার আমি চিৎকার করলাম,
বলছিলাম আমাকে রেখে যেয়ো না।
কিন্তু কেউ শুনলো না,
আমাকে একা রেখে সবাই চলে গেল।
আহ!
কত সম্পর্ক ছিল সবাই চলে গেল,
এটাই কি তবে শেষ বিদায়?
প্রশ্নটার উত্তর যখন পাবো,
দেখবো কেউ ই পাশে নেই।
বদ্ধ মাটির ঘরে বসে বলছি,
এ কেমন শেষ বিদায়??
~ মোঃ মেহেদী হাসান শাওন
কেমন হবে শেষ বিদায়?
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1