Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

কেউ কি একটু মুক্তি দিতে পারবে?

#কাব্যগ্রন্থ_সত্তার_আত্নচিৎকার

#শাওন_মল্লিক

কেউ কি একটু মুক্তি দিতে পারবে?
অসাড় হয়ে বসে আছে সত্তা….
অসাড়তা জড়িয়ে ধরেছে সত্তাকে..
একটু অনন্ত নিদ্রারত মুক্তি চাই…
কেউ কি আমার সত্তার আত্মাকে
ভৌত বিজ্ঞানের তত্ত্ব থেকে মুক্তি দিতে পারবে?
খসে গিয়েছে চামড়া..
নিত্য যন্ত্রণায় পুড়ে চলেছে দেহ…
উপড়ে ফেলা হয়েছে চোখ…
সত্তার এই মুখবিকৃতি দেখে..
কেউ কি মুক্তি দিতে আসবে?
কেউ কি মুক্তি দিতে পারবে?
পুনর্জীবন এ বিশ্বাস আর রাখতে পারছিনা…
বুকটা থেতলে গেছে…
দিন দিন বিভৎস রকমের
কংকালসার হয়ে যাচ্ছে চিত্তাকর্ষক দেহ…
কোথায় নিয়ে এসেছে জীবন দর্শন….
আড়ালে সূর্যালোকিত করে দেখে আছে
সমালোচকদের জীবন দর্শক …
কেউ কি আমায় একটু মুক্তি দিতে পারবে?
আর ভুগতে পারছি না..
নেতিয়ে পড়েছে পাহাড় সমান অধিকার…
অসাড়তা জড়িয়ে ধরেছে সত্তাকে..
একটু অনন্ত নিদ্রারত মুক্তি চাই…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply