অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যত নিয়ে দিবাস্বপ্নও দেখবে না। তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো।

— গৌতম বুদ্ধ

কুহকিনী

তোমা সিঁথিতে সিঁদুর
বেণীতে মধুর, গন্ধ
মাখানো বেলীতে রোজ,
মম হিয়া দোলে হেরি
তোমা কৃষ্ণ ঘন লম্বা
শিরোজ! মম পরানের
দক্ষিণ কোনে রহিবে
ভক্তি তোমা ও চরণে।
চক্ষু যুগলে আঁকিয়া
কাজলে, পক্ষির চঁচু
বিধিয়া সূঁচ করেছ
মম তোমা ও অনুজ।
চিবুকে আঁকিছ আভা
কাঠ গোলাপের সভা,
কানেতে গুজিছ জবা।
ললাটে তোমা চন্দন
আঁকিছে রাতুল বৃত্ত,
তোমা কনিকা অঙ্কন
মম মন এ’বে চিত্ত।
(শিবলী সাদিক)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply