গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায়
🎤 সন্ধ্যা মুখোপাধ্যায়
🎬 নায়িকা সংবাদ ( ১৯৬৭- মূল ক্লিপ বেশ অস্পষ্ট।তাই অন্যভাবে করার চেস্টা করলাম )
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি এ সকাল
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি এ সকাল
সোনা ঝরছে, ঝরে পড়ছে
কি মিষ্টি এ সকাল
নীল পাহাড়ের চূড়ায় চূড়ায়
আলোর আভায় লাল হয়েছে
মিষ্টি এ সকাল
সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না
সুর ঝর্ণা মানা মানে না
ডানা মেলে যায় উড়ে ময়না
মন পবনের দোলা লাগছে
কি মিষ্টি এ সকাল
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি, এ সকাল
আমি শুনছি, শুধু শুনছি
কানে মোহনের বাঁশি শুনছি
আমি শুনছি, শুধু শুনছি
কানে মোহনের বাঁশি শুনছি
প্রেম যমুনার তীরে বসে বসে
মিলনের দিন গুনছি
মনভোমরা কেন গায় না
মন যারে চায়, কেন পায় না
মনভোমরা কেন গায় না
মন যারে চায়, কেন পায় না
দূরে দুরন্ত মোরে ডাকছে
কি মিষ্টি এ সকাল
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি এ সকাল
সোনা ঝরছে, ঝরে পড়ছে
কি মিষ্টি এ সকাল
কি মিষ্টি, দেখো মিষ্টি
কি মিষ্টি এ সকাল
Music
SONG
Ki Mishti Dekho Mishti lyrics
ARTIST
Geetashree Sandhya Mukherjee
ALBUM
Nayeeka Sangbad
Leave a Reply
You must be logged in to post a comment.