Silence gives answers.

কান পেতে শোন, ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয়

কান পেতে শোন, ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয়
আর কত কাল থাকবি দূরে, বেলা যে তোর বয়ে যায় ॥

ওই জীবননাথে ভুবন ভরে ডাক দিয়ে যায় ঘরে ঘরে,
(ওরে) বরন করে নে তাঁহারে এমন সুযোগ কে হারায় ।

ওরে ভ্রান্ত যারা ব্যথিত যারা, আর্ত যারা নয়ন খোল্,
ওই মুক্তি বিলান দয়াল ঠাকুর, শুনিস্ না কি কলরোল?
তাঁর কৃপাতে সবাই ভবে জাগবে বাঁচার মহোৎসবে,
তরবে সবাই তাঁরে লভি কাটিয়ে সকল বেদনায় ॥

ওরে দেখ না নয়ন ভরি,
আজ, মরণ তারণ নাম বিলিয়ে বেড়ান দয়াল হরি,
আর ভয় কি মোরা করি?
এবার মরণজয়ী নাম বিলিয়ে করব আপন সব অরি।
আর ভয় কি মোরা করি?
দয়াল ঠাকুর সঙ্গে আছেন উঠুক তুফান ভারী,
নামের তরী ভাসিয়ে মোরা দেবোই দেবো পাড়ি।

আয় রে তোরা আয় রে ছুটে, পড় দয়ালের পায়ে লুটে
দেখ চেয়ে তাঁর নামের তরী তরতরিয়ে ভেসে যায়
সময় বয়ে যায় রে সবার, সময় বয়ে যায়,
আয় রে ছুটে আয় রে সবাই মুক্তি পাবি রাতুল পা’য় ॥

Lyrics – Sree Sree Dada Music – Rev. Babaida

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply