The purpose of our lives is to be happy.

— Dalai Lama

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার

কলিজাতে গো
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার

যার জন্যে ঘর বানাইলাম
সে রইল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিলো
কালবৈশাখি ঝড়ে
প্রাণটা আমার ছটফট করে
বুকে হাহাকার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার

শিকল কাটা পাখির মতো
উড়িয়া সে গেলো
সেইদিন হইতে আমার জীবন
শুধু এলোমেলো
জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে দাগ লাগাইলো
কান্না হইল সার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
যার জন্যে সব হারাইলাম
সে রাখলো না মনে
তার জন্য এতো ব্যথা
সইলাম এ জীবনে
ভেবে কয় জীবন দেওয়ানে
ভেবে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার

kolijate dag legeche hazar hazar lyrics

jar jonno ghor banailam se roilo na ghore lyrics

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply