কতদিন যায়,
কত সন্ধ্যার ক্ষয়,
তার নামে কোনো চিঠি আসেনা।
কোনো খামে মিলেনা
তার নামের শব্দাক্ষর!
কোনো আশা নেই;কেউ নেই।
তবুও তার অপেক্ষা,
ডাকপিয়নের প্রতিক্ষা
চিঠির খামে চোখ বোলানো,
কালো অক্ষরের কি ঝাঁঝ!
তার চোখ থেকে জল পড়ে,
চিঠি এর নাম দেয় কান্না।
আরো কত স্মৃতি,বিস্মৃতি,
কত ইচ্ছে,আকাঙ্ক্ষা,কত বিষাদ,
কি নেই এক চিঠির অপেক্ষায়?
কত অস্তিত্ব,কত জমাটবাধা ব্যথার শব্দ,
কতকিছু না বলা,না জানানোর তীব্র দীর্ঘশ্বাস,
কত হাহাকার এক নিঃশ্বাসে,এক চিঠির জন্য;
কি নেই এক চিঠির অপেক্ষায়?
কত পথ,কত বাধা,কত মৃত্যুকে
সে পাড়ি দেয়,কত পথ সে পেরোয়
অন্ধকার সন্ধ্যায়,অচেনা আলপথ ধরে।
মিটিমিটি তারা,কি তার উজ্জ্বল আলো!
তবে তাতে ঝাঁঝ নেই,সেই চিঠির শব্দের মতো।
কত চিঠি হাতে আসে,
তার কতটা ছেঁড়া যায়,তাতে কোনো নেশা ধরেনা,সেই চিঠির মতো
; অপেক্ষার সেই চিঠির মতো।
কতদিন গেলো,কত মাস,
কত বছর,কত শতাব্দী ; চিঠি তবু আসেনি!
কত অপেক্ষা,কবে আসবে সে চিঠি?
তার ঠিকানাটা কি কেউ হারিয়ে ফেলেছে?
কেন আসছে না সেই চিঠি?
কি নেই এক চিঠির অপেক্ষায়?
লেখক ; সৈয়দ মোঃ সাকিব আহমদ