A friend is someone who knows all about you and still loves you.

— Elbert Hubbard

কবিতার গান

Kobitar Gaan | কবিতার গান by Hasan Joy | হাসান জয়

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা ।।

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।

যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।

যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার,
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার,
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।

যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।

কবিতার গান
কথা,সুর , সংগীত আয়োজনঃ হাসান জয়
গীটারঃ তাজবীম বিন হামিদ
মেলোডিকাঃ টিমোথি সজ্জন
উকুলেলে এবং কণ্ঠঃ হাসান জয়
পারকিউশান এবং কণ্ঠঃ নাজমুল ইসলাম নাঈম
কাহনঃ সাইয়েদুল আরেফিন সাহিল
বেজঃ মোহাইমিনুল হক
সাউন্ড ইঞ্জিনিয়ার – আকরাম সিদ্দিকী (জ্যাজ বাউল)
মিক্স অ্যান্ড মাস্টার – দেওয়ান আনামুল হাসান রাজু
মিউজিক প্রোডাকশন – ঝিড়ঝিড়)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply