ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো (x2)
বাগিচার কোল তুমি দুলিয়ায় নাচি আমি
মালা গেথে গলায় পরিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম…
বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক
এই বুকে লুকানো তুমি
জগতের লোক জানুক (x2)
আকাশের চাঁদ তুমি ধরিয়া নাচি আমি
সারা অঙ্গেতে মাখিব
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম…
সুবাষ মিশিয়া থাকে পাপড়ির ভাঁজে ভাঁজে
তেমন তুমি মিশে আছো
আমার দেহের মাঝে (x2)
সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি
মনের মনি কোঠায় ৰাখিব
অন্য কেউরে না আমি চাইতে দেবো
ও হে শ্যাম তোমারে আমি
নয়নে নয়নে রাখিবো
অন্য কেউরে না আমি চাইতে দেবো (x2)
ও হে শ্যাম….
ohe shyam tomare ami noyone noyone rakhibo lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1