The best and most beautiful things in the world cannot be seen or even touched — they must be felt with the heart.

— Helen Keller

ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে

ও পলাশ ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানিনা জানিনা আমার
এ ঘুম কেন ভাঙালে।
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
ও বাতাস কেন আজ বাঁশী তব বাজালে।
যায় বেলা যাক না আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন।
যেন এল আজ এই শুভলগ্ন।।
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তার বেশী পেয়েছি
ও আকাশ কেন আজ এত আলো ছড়ালে।
আমারে যে দিলে তুমি ভরায়ে।।

শিল্পী : লতা মুঙ্গেশকার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply