এমন যদি হতো আমি একটা পাখি !

	
	

























































			
			











It is during our darkest moments that we must focus to see the light.

— Aristotle

এমন যদি হতো আমি একটা পাখি !

এমন যদি হতো- আমি একটা পাখি !
পাখির চোখে দেখি– আকাশ-মাঠ
আধাঁর কেটে ভোর
সূর্য উঠে রাঙা–
বন্ধু, আমি পাখি হলেও
আমার একটা ডানা ভাঙ্গা ॥ …আহারে-

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়
এক জীবনে-কি আর এমন হয় ! …আহারে-

আমি একটা পাখি সাদাকালোয় আঁকি-
বাঁকা দুই ডানা আর মায়াভরা চোখ
খোলা হাওয়ায় উড়ে উড়ে–
ভাসাই পালক বুক ….আহারে-
দেখি তোমার মুখ….. আহারে-
এমন যদি হতো- আমি একটা পাখি !

ডানা ভাঙ্গা পাখির গান_Dana Vanga Pakhi’r gaan_Joler Gaan_জলের গান_Noyon Joler Gaan_নয়ন জলের গান lyric

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply