In the end, it’s not the years in your life that count. It’s the life in your years.

— Abraham Lincoln

এনেছি আমার শত জনমের প্রেম

Enechi Amar Shoto Jonomer Prem lyrics(1949)
তাল: কাহারবা (৮ মাত্রা)
কথা: মোহিনী চৌধুরী
সুর: শৈলেশ দত্তগুপ্ত
শিল্পী: গৌরিকেদার ভট্টাচার্য

[এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা
ওগো সুদূরিকা আজো কি হবেনা শেষ
তোমারে চাওয়ার পালা]-২
[স্বপনে আমার সাথী হারা রাতে
পেয়েছি তোমায় পলকে হারাতে]-২
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা
তোমারে চাওয়ার পালা।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি
[দূরে আছ তুমি,তবু দূরে নহ]-২
স্মরণ শুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে
চাঁদের জোছনা ঢালা
তোমারে চাওয়ার পালা
এনেছি আমার শত জনমের প্রেম,
আঁখি জলে গাঁথা মালা
ওগো সুদূরিকা আজো কি হবেনা শেষ,
তোমারে চাওয়ার পালা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0