এখানে সময় কাটেনা

‘এখানে সময় কাটেনা’ – চিত্রপট

“এখানে সময় কাটেনা,
ঝুমঝুমিয়ে বৃষ্টি সারাদিন,
সঙ্গী হয়ে থাকে চায়ের কাপ,
নেই কথা, মন খারাপ, চুপচাপ।

শুকনো পায়ে হাঁটছো ভেজা ঘাসে,
কথায় কথায় নেই বাকি আর কিছু,
কোথাও তোমার পরছে না আর ছায়া,
পাত্র, স্থান, কাল, সব বেহায়া।

মেঘে মেঘে চমক দিয়ে ওঠে,
প্রেমে প্রেমে অশান্ত সব মন,
খুঁজে খুঁজে অনেক গেছি হেঁটে,
আলোয় আলোয় আঁধার হলো বন।”

Ekhane Shomoy Katena – Chitropot

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply