The journey of a thousand miles begins with one step.

— Lao Tzu

এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে

এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে
মন থেকে মনে স্বপ্ন ছড়াচ্ছে
তুমি কি সাড়া দেবে?
ফেরারী বাতাসে বন্ধুর ডাকাডাকি
হারিয়ে যাওয়ার ইচ্ছা সবার……
তুমি কি সাড়া দিবে?
আবারও কি সাড়া দিবে?
বোহেমিয়ান বাতাসে চলো হেটে যাই
একই সাথে একই সুরে আমরা সবাই
লক্ষ্য হারিওনা স্বপ্ন ছেড়ো না
ডাকছে জীবন তুমি বসে থেকো না
তুমি কি সাড়া দেবে?
ফেরারী বাতাসে বন্ধুর ডাকাডাকি
হারিয়ে যাওয়ার ইচ্ছা সবার……
তুমি কি সাড়া দিবে?
আবারও কি সাড়া দিবে?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply