In three words I can sum up everything I’ve learned about life: it goes on.

— Robert Frost

এক টুকরো অভিমান

জানো কি, এক টুকরো অভিমান
বুকের মাঝে বাসা বেধে ছিল
এক শতাব্দী বা তারও আগে থেকে।

শতাব্দী বা সহস্র বছর ধরে
কুড়ে কুড়ে নিঃশেষ করে আমায়,
হায় ও তো সেই প্রমিথিউস।

পাহাড়ের উপর থেকে কেউ কি
এই চিৎকার শুনতে পাও?
নাকি কেউ কেউ
শুনেও না শোনার ভান করে
দূরে চলে যায়।

সাত আসমানের ওপার যে থাকে,
সেও কি না শোনার দলের কোন পুরুষ?
কিছুতেই কিছু বিশ্বাস হয় না
শান্ত হয় না হৃদয়।

আমার তবে ঈগলটাই ভালো
নিয়ম করে প্রতি দিন
ভালোবাসার যন্ত্রনা উপহার দেয়।

Writer: Meghna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply