A friend is someone who knows all about you and still loves you.

— Elbert Hubbard

এক চিমটি পরিবর্তন

আজ মন বলে মোরে
যাই কোথাও হারিয়ে দূরে..
দূর কোনো এক অজানা প্রান্তে…
যেখানে হাসবো আমি
নিয়ে সাজানো সপ্নগুলি…
হাবাবো ঝাপসা চোখে
আবছা হয়ে আসা পাহারের
ভিড়ে
সমাজের কঠোরতা ছেড়ে,না
হারানোর প্রতিজ্ঞা নিয়ে।
সূর্যের আলো রাঙাবে মোরে,
চাঁদ আধার কাটিয়ে
নতুন করে গড়বে মোরে।
এই শহরে ইটপাথরের মানুষ থাকে!!
থাকে না কোনো অনুভুতি..
এরা নতুনত্বকে সমালোচিত করে,
প্রতিভাকে কাগজে লুকিয়ে রাখে!!
সময়ের সাথে বদলে তারাও,
কখনো নিজেকে নিয়ে, কখনো বা দূরে সরে।
হাজারে না হলে একজন,
সবাই যেন সমান তালে নাচে!!
যদি না করিতে পারি কাজে
যে ভাবনা আঁকিতেছি কলমে..
কি হবে নিজেকে এক মনে করে
যদি নিজেরে তুলি উপরে
পায়ে রাখিয়া একশোরে!!
একটু করে তাকিয়ে দেখি
শুধু আমি না!!
হাজারো মেধা লুকিয়ে আছে
ভিড়ে গড়া এই শহরে।
Written by Sahnaj rahman
Bangla poem

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply