নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে ৷ –4:10

— পবিত্র কোরআন

এই মধুরাত শুধু ফুল পাপিয়ার.

ছবি : সাগরিকা (১৯৫৬)
কথা : প্রণব রয়
সুর : রবিন চ্যাটার্জি
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়

❣️এই মধুরাত শুধু ফুল পাপিয়ার.
এই মায়ারাত শুধু তোমার আমার
এই মায়ারাত শুধু তোমার আমার।
এই মধুরাত শুধু ফুল পাপিয়ার
মায়বী চাঁদের সনে, থামেনি যা গেছে বনে
ফাগুন খুলিয়া দিলো প্রানেরও দুয়ার।
মায়বী চাঁদের সনে, থামেনি যা গেছে বনে
ফাগুন খুলিয়া দিলো প্রানেরও দুয়ার।
এই মায়ারাত শুধু তোমার আমার।
দুটি হিয়া চুপি চুপি
এলো কাছাকাছি।
দুটি হিয়া চুপি চুপি
এলো কাছাকাছি।
প্রেম গলে দুজনার মাঝে
আমি আছি।
হৃদয়েরও এই চাওয়া
নিবিড় করিয়া পাওয়া
এ জীবনে কোন দিন
নহে ভুলিবার।
হৃদয়েরও এই চাওয়া
নিবিড় করিয়া পাওয়া
এ জীবনে কোন দিন
নহে ভুলিবার 🎼
Music
SONG
Ei Madhuraat Shudhu Phul Papiar
ARTIST
Sandhya Mukhopadhyay
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply