Be patient, even if every possibility seems closed.

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে?
হো.. কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে?
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়,
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়।
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
কেন তুমি আছো বহুদুরে
দাও ধরা এসে বাহুডোরে,
ও.. কেনো তুমি আছো বহুদূরে
দাও ধরা এসে বাহুডোরে,
এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই,
এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই,
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।

ei valobasa tomake pete chai lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0