All that we are is the result of what we have thought.

— Buddha

এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে

এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে(২)
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়,
ভাবে না তো কেউ তারে
চায় কি না চায়(২)
ফুলের প্রাণে, পাখির গানে,
কত না আশা রয় অগোচরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়,
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়(২)
দীপের কথা, ধূপের ব্যথা
দীপের কথা, ধূপের ব্যথা
স্মরণ করো কোনো অবসরে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে।
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে……
শিরোনামঃ এই পৃথিবীর পরে
কথাঃ মুস্তাফিজুর রহমান
সুরঃ সত্য সাহা
কন্ঠঃ সাবিনা ইয়াসমিন
মুভিঃ আলোর মিছিল

ei prithibir pore koto ful lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply