এই চেনা শহর, চেনা সময়














































































Behind every atom of this world, hides an infinite universe.

এই চেনা শহর, চেনা সময়

এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়,
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি,
আসলে কি করেছি ….
তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি।।।।
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়,
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়,
আসলে কি বেসেছি ?
তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি।।।।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় হায় দেখি,
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে,
বইতে বইতে যেমন জল
ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়,
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের
ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের ..
আমি ডাকি না, আমি ডাকি না,
আমি ডাকি না,
আমি ডাকি না, নাকি ডাকি,
আমি চিনি না, আমি চিনি না,
আমি চিনি না,
আমি চিনি না, নাকি চিনি।
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি,
কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি
কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি,
কাউকে আমি ডাকিনা আবার বোধহয় ডাকি
কাউকে আমি ডাকিনা আবার বোধয় ডাকি,
কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি
কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
Song : Confusion / Tomay Ami Chinina
Band : Bangla Five
Vocal, Lyrics & Tune : Sina Hasan
Guitar : Anik
Bass : Rafin
Drums : Mehedi
Sound : Anik Ahammed and Mahmud
Copyright : Bangla Five

ei chena shohor lyrics

tomay ami chinina lyrics

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply