একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায়না। ঠিক সেইভাবেই খুশিকে সবার সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায়না বরং বেড়ে যায়।

— গৌতম বুদ্ধ

এই কি গো শেষ দান

[এই কিগো শেষ দান]-২
বিরহ দিয়ে গেলে
[এই কিগো শেষ দান]-২
বিরহ দিয়ে গেলে
এই কিগো শেষ দান
মোর আরো কথা
আরো কথা ছিলো বাকি,
আরো প্রেম আরো গান।
এই কিগো শেষ দান বিরহ দিয়ে গেলে।
[ক্ষণিকের মালাখানি
তবে কেন দিয়েছিলে আনি]-২
কেন হয়েছিল শুরু হবে যদি অবসান।
এই কিগো শেষ দান বিরহ দিয়ে গেলে।
[যে পথে গিয়াছ তুমি আজ সেই পথে হায়,
আমার ভুবন হতে বসন্ত চলে যায়]-২
[হারানো দিনের লাগি প্রেম তবু রহে জাগি]-২
নয়নে দুলিয়া ওঠে হৃদয়ের অভিমান।
এই কিগো শেষ দান বিরহ দিয়ে গেলে
এই কিগো শেষ দান?

Ei Ki Go Sesh Dan
তাল: দাদরা (৬ মাত্রা)
ছায়াছবি: গরমিল (১৯৪২)
কথা: প্রণব রায়
সুর: কমল দাশগুপ্ত
কণ্ঠ: রবীন মজুমদার

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0