ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

এই আমাদের দেশ ভারত মহাদেশ

এই আমাদের দেশ ভারত মহাদেশ
Ei Amader Desh Bharat Mahadesh
ছায়াছবি: বাঙালীবাবু (২০০২)
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর: বিদ্যুৎ গোস্বামী
কণ্ঠ: অমিত কুমার
[এই আমাদের দেশ ভারত মহাদেশ]-২
[শিখ,পারসিক,হিন্দু,খ্রীস্টান,
বৌদ্ধ,জৈন আর মুসলমান]-২
এক একতার স্বপ্ন নিয়ে
গড়া রঙিন এই দেশ
এই দেশ এই দেশ
এই আমাদের দেশ ভারত মহাদেশ
এই আমাদের দেশ।
[নানান জাতি,নানান ভাষা
একই সুরে কাঁদা হাসা]-২
একই সুরে কাঁদা হাসা
বুকের মাঝে একই আশা
ভালোবাসার একই রেশ
এই দেশ এই দেশ
এই আমাদের দেশ ভারত মহাদেশ
এই আমাদের দেশ।
[আমরা সবাই সবার জন্য
ভাগ করে খাই একই অন্ন]-২
ভাগ করে খাই একই অন্ন
আমরা তো নই কেউ নগন্য
নতুন কোনো পরিবেশ
এই দেশ এই দেশ
[এই আমাদের দেশ ভারত মহাদেশ]-২
[শিখ,পারসিক,হিন্দু,খ্রীস্টান,
বৌদ্ধ,জৈন আর মুসলমান]-২
এক একতার স্বপ্ন নিয়ে
গড়া রঙিন এই দেশ
এই দেশ এই দেশ
এই আমাদের দেশ ভারত মহাদেশ
এই আমাদের দেশ।

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply