উদ্দীপনার ভিড়ে


































































			
			











তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

— কাজী নজরুল ইসলাম

উদ্দীপনার ভিড়ে

উদ্ভ্রান্ত তুমি, উদ্বাহু তুমি।
চাও কার পানে?
আপনার মাঝে লুকায়িত আছো,
জ্বালাও নিজ আলো।
তিন পক্ষ কাল পাড়
করিয়া,
গুরুদেব আসিলেন মোর গৃহে।
তাহার বাসনায় দিন পাড় হইয়া,
রাত্রী ফুঁড়াইতে লাগিল।
বক্ষদেশে তাহার পদধূলি কণার,
চিন্হ খানা ফুটিয়া উঠিল।

Writer: Sudipta Ray

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply