উজ্জীবন ফিরে আসে আমার পাড়ায়
উজ্জীবনের সঙ্গে আমারও প্রেম হয়
আজ আবার নতুন স্নান, নতুন গন্ধ
আত্মাও পরে নেয় নতুন পোশাক
পরিধি বাড়তে থাকে আকাশ ও মাটিতে
নতুন সংকেত আসে অধিক জীবনের
সমস্ত সহজ পথে দেখি
উজ্জীবন বাঁশি বাজায়
উজ্জীবনের সুর চুরি করি আমি
উজ্জীবনের রঙে নিজেকে রাঙাই
আজ কোনও অসহ্য মেঘ নেই
ঘোর বজ্র নেই মর্ম আকাশে
চৈতন্য দাঁড় টানে কিশোরী নদীতে
তীরে তীরে ফলবতী আকাঙ্ক্ষার গাছ
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1