ইচ্ছে বেঁধে রাখার ক্যাসেটে,
এক এক করে ইচ্ছেগুলো জমা রেখো।
যেন সময় হলেই ক্যাসেট চালিয়ে দেখতে পারো,
কোন কোন ইচ্ছেগুলো আদো বেঁধে রাখা বাকি।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1