পথের ধারে আমিও একা

ছায়ার নরম বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকলাম

তুমি তোমার ঈশ্বরের সাথে কত গল্প করলে সেদিন

কথাগুলি কাঠবিড়ালি হয়ে উঠে এল আমার নরম শরীরে

কথাগুলি ভাষাপাখি হয়ে বাসা বাঁধল

ডালে

তুমি চুল এলোমেলো, বুকের বাঁধন খুলে

হৃদয় উড়ালে

সে হৃদয়ে ঈশ্বরের আকাশ ভরে গেল

তোমার ঈশ্বর অন্যভুবনের ঠিকানা দিলে

তুমি চুম্বন পাঠালে সেই নতুন ডাকঘরে

আমি শুধু সবুজ হলাম ঘাসের মতন সহিষ্ণু নীরবে।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply