আমি তোমার জন্য
হাসির খোরাক ।।
তুমি আমার জন্য আমার সময়ের শেষ বিন্দু।।
যত বিন্দু জীবনের গতি
তত বিন্দু সময়।
আমি হাসির খোরাক
তবু ও সময়ের শেষ বিন্দু।
আজ আছি তাই ভাবছো না
কাল থাকবো না,
থাকবো না।
কখন মরি
কখন বাঁচি।
তা তো কেউ জানে না।
আমি সেই সময়ের শেষ বিন্দু।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1