আমি সময়ের শেষ বিন্দু

আমি তোমার জন্য
হাসির খোরাক ।।
তুমি আমার জন্য আমার সময়ের শেষ বিন্দু।।

যত বিন্দু জীবনের গতি
তত বিন্দু সময়।
আমি হাসির খোরাক
তবু ও সময়ের শেষ বিন্দু।

আজ আছি তাই ভাবছো না
কাল থাকবো না,
থাকবো না।

কখন মরি
কখন বাঁচি।
তা তো কেউ জানে না।

আমি সেই সময়ের শেষ বিন্দু।

Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply