God turns you from one feeling to another and teaches by opposites, so that you will have two wings to fly, not one.

আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করিনা কামনা -শামসুর রহমান

“না, আমি আসিনি
ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুড়ে,
দুর্বাসাও নই,
তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধুলিতে
অভিশাপ দিচ্ছি
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে,
মগজের কোষে কোষে যারা
পুতেছিল আমাদেরই আপনজনের লাশ
দগ্ধ রক্তাপ্লুত,
যারা গনহত্যা
করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে,
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক
পশু সেই সব পশুদের।
ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাড়
করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে যাবে তা আমি মানিনা।
হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মত মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করিনা কামনা,
আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে
পা ডুবিয়ে দ্রুতসিড়ি ভেঙ্গে যেতে
ভাসতে নদীতে আর বন বাদাড়ে শয্যা পেতে নিতে,
অভিশাপ দিচ্ছি সেই খানে দজ্জালদের
অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ন গলায়
নিয়ত বেড়াক বয়ে গলিত নাছোড় মৃতদেহ,
অভিশাপ দিচ্ছি
প্রত্যহ দিনের শেষে ওরা
হাটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল,
কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে
দশ হাত দূরে সর্বদাই।
অভিশাপ দিচ্ছি
ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার
কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায়
বইয়ে দিয়েছে ওরা হিংস্র
জোয়ারের মত অভিশাপ দিচ্ছি
আকন্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রান
অথচ ওদের দিকে কেউ
দেবেনা কখনো ছুড়ে একখণ্ড
দড়ি।
অভিশাপ দিচ্ছি
স্নেহের কাঙ্গাল হয়ে ওরা
ঘুরবে ক্ষ্যাপার মত এপাড়া ওপাড়া
নিজেরই সন্তান
প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবেনা
চিনতে কখনো;
অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্যে, বিশ্রামের
কাছে আত্মসমর্পনের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবে ওরা প্রেতায়িত
সেই সব মুখের ওপর
দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটে কপাট।
অভিশাপ দিচ্ছি।
অভিশাপ দিচ্ছি,
অভিশাপ দিচ্ছি । “

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0