আমি তো কবি হতে আসিনি।
এসেছি সাম্যের কন্ঠে কন্ঠ দিতে,
এসেছি অন্যায়ের বিরিদ্ধে প্রতিবাদী হতে।
আমি তো কবি হতে আসিনি।
এসেছি প্রকৃতির রহস্য উপভোগ করতে,
এসেছি কঠোর পরিশ্রমী কৃষাণ হতে।
আমি তো কবি হতে আসিনি!
Writer: এস.এ. ইসলাম
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1