I’ve learned that people will forget what you said, people will forget what you did, but people will never forget how you made them feel

— Maya Angelou

আমি তোর পীড়িতের মরা

আমি তোর পীড়িতের মরা
আমি তোর পীড়িতের মরা
বন্ধু
চাইয়া দেখনা এক নজর
বন্ধুরে
আপরাধী হলে ও আমি তোর
তোররে বন্ধু
অপরাধী হলে ও আমি তোর৷
আমার যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ঘূণা রাখো
আমি তোরে করিনা পর
কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই রে কলঙ্কের ড়র
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর

ami tor piriter mora lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply