অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

— গৌতম বুদ্ধ

আমি ডানদিকে রই না আমি বামদিকে রই না

আমি ডানদিকে রই না
আমি বামদিকে রই না
আমি দুই দিকেতেই রই
পরান জলাঞ্জলি দিয়া রে
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে
কবিতা করি আঁকিবুকি করি

আমি কেমনি মানুষ হই
আমার মহান হবার সাধই জাগে
মহান হতে পারিনে
আমি যে সাধ আহ্লাদ ছাড়িনে

মহাচিন্তায় আছি বন্ধু রে
আমি চলে গেলে কি পড়ে রবে
আমি আগার দিকে যাই না
আমি গোড়ার দিকে যাই না
আমি দুইদিকেতেই রই
কিছু থুইয়া কিছু থুইয়া রে
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে…

আমি কেমনি মানুষ হই
আমার দীর্ঘশ্বাসে বাতাসে মিশে ছেড়ে যায় আমারে
না জানি কিসের অভিমানে

মহাচিন্তায় আছি বন্ধুরে…

আমি উপর দিকে যাই না
আমি নীচের দিকে রই না
আমি মাঝপথে ঘুরি
কিছু দিয়া কিছু নিয়া রে
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে…

শিরোনামঃ আমি ডানদিকে রই না
কথাঃ সুরজিৎ চট্টোপাধ্যায়
সুরঃ সুরজিৎ চট্টোপাধ্যায়
কন্ঠঃ সুরজিৎ চট্টোপাধ্যায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে

ami dandike roi na lyrics moheener ghoraguli

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply