আমি কৃষ্ণ কোথায় পাই গো

	
	

























































			
			











When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

আমি কৃষ্ণ কোথায় পাই গো

Ami Krishno Kothay Pai Go · Tulika Mondal

(আমি) কৃষ্ণ কোথায় পাই গো
কৃষ্ণ কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
(আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
(আমি) নগরে বেড়াই গো

সুচিত্র পালংকের মাঝে
আমি শুইয়া নিদ্রায় যাই
(আমি) ঘুমাইলে স্বপন দেখি
(আমি) শ্যাম লইয়া বেড়াই

আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
(আমি) কারে বা শুধাই

ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
পাইলে শ্যামকে ধরবো গলে
আর ছাড়াছাড়ি নাই

—————-
রাধারমণ দত্ত

ami krishno kothay pai go lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply