The best way to predict the future is to invent it.

— Alan Kay

আমি আমার মতো

তুমি তোমার মতো,
আমি আমার মতো,
সরে গেছি দুজনে আজ বহুদুরে।
তুমি তোমার মতো,
আমি আমার মতো,
রাখনি মনেতে আমায় কোন ভুলেও।
আমিতো ডাকবো না,
তোমারই নাম,
কোন সুরে,
আমার এ গানে,
দূরে থেকেই – সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
কথা হবে না আর,
দেখা হবে না আর,
হবে না আর ভালোবেসে
মান অভিমান।
কাঁদবো না তো আর,
হাসবো না আর,
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান।
আমিতো বলবো না,
আমার ব্যথা,
কোন সুরে তোমারই গানে,
দূরে থেকেই, সুখে থাকো,
শুধু প্রতিরাত।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
হবো একা না তো আর,
ভেঙ্গে যাবো না তো আর,
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।
তুমি জোছনা হয়ে,
শুধু আলো ছড়াবে।
আমি সে আলো ছুঁয়ে,
ঘুমিয়ে যাবো রাতে।

Song : Ami Amar Moto
Singer : Pritom Hasan
Lyrics : Pritom & Rahul
Music : Pritom Hasan
Movie : Pizza-Bhai
Label : Gaanchill Music

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply