ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

— – সংগৃহীত

আমিও দেবতা হয়ে যাই

কখনো কখনো তুমি পরি

আমাদের সন্ধ্যাগুলি মনোরম হলে

তখন উন্মুখ হয়ে চেয়ে থাকি

ছেঁড়া কাগজের টুকরোগুলোও

        কীভাবে আশ্চর্য সব পাখি হয়ে ওড়ে 

চন্দন গাছের নীচে আমি বসে থাকি

আর পৃথিবীটা ইচ্ছে মতো ঘোরাই

Writer: তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply